বুধবার   ২৯ অক্টোবর ২০২৫   কার্তিক ১৪ ১৪৩২   ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

দিল্লিতে ব্যর্থ কৃত্রিম বৃষ্টির চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫  

দিল্লিতে বায়ুদূষণ কমানোর জন্য বিজেপি সরকারের উদ্যোগে কৃত্রিম বৃষ্টি (ক্লাউড সিডিং) প্রক্রিয়া সম্পন্ন হলেও বৃষ্টির কোনও উল্লেখযোগ্য ফল পাওয়া যায়নি। সারা দিন প্রচেষ্টা চালানো হয়, কিন্তু রাজধানীর আকাশ শুকনো থাকায় কার্যকর বৃষ্টি হয়নি।

এই প্রকল্পে সরকারের খরচ হয়েছে ৩ কোটি ২১ লাখ রুপি। কানপুর আইআইটি এই কাজ বাস্তবায়ন করেছে। সেসনা বিমান ব্যবহার করে মেঘে ড্রাই আইস, সিলভার আয়োডাইড, আয়োডাইজড লবণ এবং রক সল্ট মিশিয়ে কৃত্রিম বৃষ্টি ঘটানোর চেষ্টা করা হয়।

কানপুর আইআইটির পরিচালক মনীন্দ্র আগরওয়াল জানিয়েছেন, বৃষ্টির অনুকূলতার জন্য বাতাসে আর্দ্রতার পরিমাণ ২০ শতাংশের বেশি থাকা দরকার। মঙ্গলবার দিল্লির আর্দ্রতা মাত্র ১৫-২০ শতাংশ ছিল, তাই বৃষ্টি হয়নি। তবে ১৫টি নিরীক্ষণ কেন্দ্রে দেখা গেছে, বায়ুতে থাকা পিএম ২.৫ কণার পরিমাণ ৬-১০ শতাংশ কমেছে।

বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বৃষ্টি সাময়িক উপায় মাত্র। দূষণ নিয়ন্ত্রণের মূল উপায় হল উৎসে নজর দেওয়া, কৃষিক্ষেত্রের জ্বালানি পোড়ানো, বাজি পোড়ানো, নির্মাণধুলা নিয়ন্ত্রণ এবং কলকারখানা থেকে বর্জ্য নিষ্কাশন বন্ধ করা।

চীনের মতো অন্যান্য দেশগুলোতে ক্লাউড সিডিং কিছুটা সফল হলেও তা দীর্ঘমেয়াদী সমাধান নয়। দিল্লিতে এই পদ্ধতি ব্যয়সাপেক্ষ হলেও মাত্র দুই-তিন দিনের জন্য কার্যকর থাকে, তারপর পরিস্থিতি আবার আগের মতো ফিরে আসে।

এভাবে বৃষ্টি না হলেও বিজ্ঞানীরা অনেক তথ্য সংগ্রহ করেছেন যা ভবিষ্যতের পরিকল্পনায় সহায়ক হতে পারে। তবে পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন, বৃষ্টির ওপর নির্ভর করে দূষণ কমানো সম্ভব নয়; মূলত দূষণকারীর উৎস নিয়ন্ত্রণ করাই দীর্ঘমেয়াদী সমাধান।

এই বিভাগের আরো খবর