রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬২৭

দ. সুনামগঞ্জের বিশিষ্ট মুরুব্বি আব্দুল ওয়াহাব আর নেই;দাফন সম্পন্ন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০  

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারের ওয়াহাব মার্কেটের সত্ত্বাধিকারী ও প্রবীণ সমাজসেবক আব্দুল ওয়াহাব (ঠাকুর মিয়া) এর জানাযা সম্পন্ন হয়েছে। 

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় উপজেলার পাগলা হাই স্কুল এ্যান্ড কলেজ মাঠে এই জানাযা সম্পন্ন হয়।   
     
প্রবীণ এ ব্যক্তিত্বকে শেষ বিদায় জানাতে হাজারো মানুষ উপস্থিত হন। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আজ বুধবার সকাল সাড়ে আটটায় তিনি সিলেটের মাউন্ট আডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১০ বছর বয়সে ইন্তেকাল করেন।

তিনি ছেলে, মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

পরে সকাল সাড়ে ১০ টায় অ্যাম্বুলেন্সযুগে আব্দুল ওয়াহাব ( ঠাকুর মিয়া) এর মরদেহ পশ্চিম পাগলা ইউনিয়নের রায়পুর গ্রামের নিজ বাসায় নিয়ে আসা হয়। মরদেহ নিয়ে বাসায় আসার পর থেকে শোকাহতরা ছুটে যান তাঁর বাসায়।

জানাযায় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি আব্দুল হেকিম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ফারুক আহমেদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনছার উদ্দিন, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী, পশ্চিম পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, পশ্চিম পাগলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই।    
 

এই বিভাগের আরো খবর