বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৬ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩২

তৌহিদ আফ্রিদির গোপন বিয়ে, ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক 

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪  

প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে বারবার অস্বীকার করতেন। এবার সে অস্বীকার করার বিষয়টিই বাস্তবে রূপ নিয়েছে।

ঘটনা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার প্রেম নয়, ঘটনা অনেক দূর গড়িয়েছে, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে টিকটকার রাইসার বিয়ের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে ।
৫ আগস্টে সরকার পতনের পর অনেকটা লোকচক্ষুর আড়ালে ছিলেন তৌহিদ আফ্রিদি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পতিত সরকারের পক্ষে কাজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিয়ের খবরে নতুন করে আলোচনায় এলেন তিনি।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি।

তবে ছবিগুলো কবের বা কবে বিয়ে হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও উত্তর পাওয়া যায়নি।
 
জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। তবে গুঞ্জন চলছে, দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে।

তৌহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলটি চালু করেন ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি। চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৬৩ লাখ। এখন পর্যন্ত তৌহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে ২০৮টি ভিডিও পোস্ট করা হয়েছে।

এই বিভাগের আরো খবর