শনিবার   ০৮ নভেম্বর ২০২৫   কার্তিক ২৪ ১৪৩২   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৪

তিন জিআই পণ্যের সনদ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪  

টাঙ্গাইলের শাড়ি, নরসিংদীর অমৃত সাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লার পেটেন্ট (জিআই বা ভৌগলিক নির্দেশক) সনদ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের আাগে দেশীয় ঐতিহ্যের এই তিন পণ্যের জিআই সনদ হস্তান্তর করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, জিআই সনদ হস্তান্তরের সময় প্রধানমন্ত্রীর হাতে টাঙ্গাইলের একটি শাড়ি তুলে দেন শিল্পমন্ত্রী।

পরে মন্ত্রিসভার বৈঠকের সময় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের কবিতার বই ‘পিতারই প্রতিচ্ছবি’-এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

এই বিভাগের আরো খবর