রোববার   ২৬ অক্টোবর ২০২৫   কার্তিক ১১ ১৪৩২   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

তিতাসে রিভলবার-এলজি-কার্তুজসহ চার নারী গ্রেফতার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫  

কুমিল্লার তিতাস উপজেলায় রিভলবার-এলজি-কার্তুজসহ চার নারীকে গ্রেফতার করেছে পুলিশ ও সেনাবাহিনী। শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামে একাধিক অভিযানে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন শাহপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার (২৯), জসিম উদ্দিনের স্ত্রী আমিনা আক্তার (৩৭), জহিরুল ইসলামের স্ত্রী জোবেদা আক্তার প্রকাশ ময়না (৩৩) ও আব্দুল কাদিরের স্ত্রী শান্তি বেগম (৬০)।

 

তিতাস থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত দেড়টার দিকে তিতাস থানার অফিসার ইনচার্জ মো. খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে পুলিশের একাধিক চৌকস টিম শাহপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১টি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ১টি এলজি বন্দুক, ১টি পাইপগান ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধারসহ তিন নারীকে গ্রেপ্তার করা হয়।

 

পরে সেনাবাহিনীর সহায়তায় একই রাতে একই এলাকার আব্দুল কাদিরের বাড়িতে পৃথক অভিযান চালিয়ে ১০টি সীসা কার্তুজ উদ্ধার এবং আরও এক নারীকে গ্রেপ্তার করা হয়।

 

এছাড়া পুলিশের আরেকটি অভিযানে শাহপুর বেপারী বাড়ির পরিত্যক্ত স্থান থেকে ১টি পাইপগান ও ২টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।”

এই বিভাগের আরো খবর