বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫১

তিতাসে ডায়াবেটিস সমিতির উদ্যোগে বিনামূল্যে ঔষধ বিতরণ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫  

কুমিল্লার তিতাসে ডায়াবেটিস সমিতির উদ্যোগে বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে তিতাস ডায়াবেটিক হাসপাতালে আয়োজিত এ কর্মসূচিতে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের মধ্যে ইনসুলিনসহ বিভিন্ন প্রকার ঔষধ বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রইস উদ্দিন, তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ, তিতাস ডায়াবেটিস সমিতির সিনিয়র সহ-সভাপতি আবদুল হালিম মিন্টু, সাধারণ সম্পাদক জাকারিয়া, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ, নির্বাহী সদস্য মো. মাহবুব, আবুল হোসেন জয়, আজীবন সদস্য মোহাম্মদ সেলিম, শফিক শিকদার, তোফাজ্জল হোসেন, ইসমাইল হোসেন মামুন, দিদার আলম ও নাজমুল হাসান প্রমুখ।

 

অংশগ্রহণকারীরা বলেন, ডায়াবেটিস রোগীদের সহায়তায় এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। তারা এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর