বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

ঢাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করল জামায়াতসহ ৭ দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫  

ঢাকায় আজ বিক্ষোভ করবে জামায়াতসহ ৭ দল

আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আজ থেকে আন্দোলন শুরু করছে জামায়াতসহ সাতটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

অংশগ্রহণকারী দল

এই আন্দোলনে অংশ নিচ্ছে—

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ

  • বাংলাদেশ খেলাফত মজলিস

  • খেলাফত মজলিস

  • বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

  • বাংলাদেশ খেলাফত আন্দোলন

  • জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)

রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি

জামায়াত বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করবে। এতে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বক্তব্য দেবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জোহরের নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে। নেতৃত্ব দেবেন জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

খেলাফত মজলিস বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে। একই জায়গায় বাংলাদেশ খেলাফত আন্দোলনও মিছিল করবে। বিকেল ৪টায় সেখানে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি বিক্ষোভে অংশ নেবে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ করবে।

ইসলামী দলগুলোর অভিন্ন ৫ দাবি

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।
২. সংসদের উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।
৪. সরকার কর্তৃক গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচার ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

এই বিভাগের আরো খবর