শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৮ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

ঢাকাই জামদানিতে বলিউডের সোনম কাপুর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫  


কিছুদিন আগেই আবারও মা হওয়ার খবরে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সুখবরে অভিনেত্রী নিজে সিলমোহর না দিলেও তার ঘনিষ্ঠমহল সূত্রে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ছবি পোস্ট করে ফের আলোচনার কেন্দ্রে সোনম কাপুর। প্রায়ই সোশ্যালে নিজের অবস্থান কিংবা ভালোলাগা ভক্তদের সঙ্গে শেয়ার করেন।


তবে এবার তিনি হাজির হয়েছেন ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি শাড়িতে। কয়েকটি ছবি পোস্ট করে সোনম কাপুর ক্যাপশনে লিখেছেন, ‘বাংলার পুরনো ঐতিহ্য ঢাকাই জামদানি শাড়িতে। খুব সুন্দর, সীমাহীন।’

May be a black-and-white image of 1 person and smiling

সেই পোস্টে বাংলাদেশ থেকে অনেকেই মন্তব্য করেছেন।


সোনমের এই লুক শুধু ফ্যাশন-সচেতনতার পরিচয় দেয়নি, বরং বাংলার সংস্কৃতি ও শিল্পের গর্বও তুলে ধরেছে বলে মত নেটিজেনদের। 
এক দর্শক লিখেছেন, ‘এভাবে আন্তর্জাতিক মঞ্চে ঢাকাই জামদানির উপস্থিতি সত্যিই প্রশংসনীয়।’

এদিকে খুব শিগগিরই অভিনেত্রী তার মা হওয়ার খবর সবার সঙ্গে আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে জানা গেছে। 

প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনিল কাপুর-কন্যা সোনম।


২০২২ সালের আগস্টে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়।
সোনমকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে ক্রাইম-থ্রিলার ‘ব্লাইন্ড’ ছবিতে। এরপর আর তাকে ছবিতে পাওয়া যায়নি। এছাড়া তার হাতে রয়েছে নতুন ছবি ‘ব্যাটল ফর বিট্টোরা’-এর কাজ।  

এই বিভাগের আরো খবর