শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫  

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের ডাকসু ও জাকসু নির্বাচনে বিজয় শুধু শিক্ষাঙ্গনে নয়, বরং এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “যারা আমাদের ভালোবাসেন, আমরা যাদের ভালোবাসি তাদের নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবো। তিনশ’ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার আশা রাখছি। বিজয়ের জন্য আর্থিক কোরবানিসহ সহযোগিতা করতে সবাইকে আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে অনেকেই প্রাণ দিয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন। সেই ত্যাগের বিনিময়ে বাংলাদেশ নতুন দিকের সূচনা করেছে। “আল্লাহ আমাদের ত্যাগ কবুল করুন এবং দুনিয়া-আখিরাতে প্রতিদান দান করুন”— এ দোয়া করেন জামায়াতের আমির।

দীর্ঘ অসুস্থতা কাটিয়ে অধিবেশনে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং বলেন, অসুস্থতা ও সুস্থতা দু’টিই আল্লাহর নিয়ামত।

তিনি দাবি করেন, বিগত সাড়ে ১৫ বছরের শাসনামলে জামায়াত নেতাকর্মীরা জেল-জুলুম, নির্যাতন সহ্য করেছেন। “আজ আমরা স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের কাজ হলো দায়িত্ব পালন করা। ফল দেয়ার মালিক আল্লাহ।”

অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন ২০২৬ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়া দারসুল কোরআন পেশ করেন মাওলানা আবদুল হালিম।

সারাদেশ থেকে নির্বাচিত শূরা সদস্যরা অধিবেশনে অংশ নেন। সাংগঠনিক রিপোর্ট উপস্থাপনসহ রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এই বিভাগের আরো খবর