শনিবার   ০৪ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৯ ১৪৩২   ১১ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯৩

টাইগারের প্রথম ভালোলাগা ছিলেন ইতিহাস শিক্ষিকা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০  

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শুক্রবার (১১ ডিসেম্বর) ভক্তদের জন্য সরাসরি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সেখানে ভক্তদের করা বিভিন্ন মজার ও ব্যক্তিগত প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। জানিয়েছেন প্রথম ভালোলাগা, পছন্দের দক্ষিণ ভারতীয় অভিনেতা, পরবর্তী ছবি ইত্যাদি বিষয়ে।

এক ভক্তের করা প্রশ্নের জবাবে টাইগার জানিয়েছেন, তার প্রথম ভালোলাগা ছিলেন ইতিহাস শিক্ষিকা।


সহ-অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সন্দেহজনক সহকর্মী।’

এছাড়া, এক নারী ভক্ত বিয়ের প্রস্তাব দিলে টাইগারের উত্তর ছিল, ‘সম্ভবত পরবর্তী কয়েক বছরে, যখন আমি তোমার পাশে থাকতে পারব...ততদিন পর্যন্ত অনেক কিছু জানতে ও অর্জন করতে হবে।’

তরুণ এই বলিউড অভিনেতা জানান, দক্ষিণ ভারতীয় তারকাদের মধ্যে আল্লু অর্জনই তার সবচেয়ে পছন্দের।

উল্লেখ্য, বর্তমানে ‘হিরোপানতি’ ছবির পরবর্তী সিকুয়েলের কাজে ব্যস্ত আছেন টাইগার। এছাড়া, ‘গানাপাথ’ ছবিতেও দেখা যাবে তাকে।

এই বিভাগের আরো খবর