শনিবার   ২৫ অক্টোবর ২০২৫   কার্তিক ১০ ১৪৩২   ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

ঝগড়া-বোঝাপড়া নিয়ে বিয়ের আগেই মুখ খুললেন রাশমিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫  

ভারতীয় অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে গোপনে বাগ্‌দান সেরেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মন্দানা- এমনই খবর ঘুরছে সিনে দুনিয়ায়। দীপাবলিও নাকি একসঙ্গে উদ্‌যাপন করেছেন এই জুটি। এর মধ্যেই সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন রাশমিকা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সম্পর্কের বেশিরভাগ ঝগড়াই হয় ছোট ছোট বিষয় নিয়ে। কোথায় যাবেন, কার সঙ্গে কথা বলবেন বা কার সঙ্গে কথা বলবেন না; এই প্রশ্নগুলো থেকেই নাকি শুরু হয় ভুল বোঝাবুঝি। তার মতে, এমন পরিস্থিতিতে দুই পক্ষকেই সমস্যায় পড়তে হয়।

জীবনসঙ্গীর মধ্যে কোন গুণগুলো তিনি খোঁজেন, এমন প্রশ্নে রাশমিকার উত্তর, ‘জীবনের প্রতিটি পর্যায়ে তাকে আমার পাশে থাকতে হবে। তার সঙ্গে থাকলে যেন নিরাপদ বোধ করি।’


তিনি আরও বলেন, ‘আমার জীবনসঙ্গীকে অবশ্যই সহানুভূতিশীল হতে হবে। মনে দয়া-মায়া থাকতে হবে, আর থাকতে হবে সম্মান ও যত্ন। সহানুভূতি না থাকলে একসঙ্গে পথ চলা কঠিন।’

২০১৮ সাল থেকে সম্পর্কে রয়েছেন রাশমিকা ও বিজয় দেবরকোন্ডা। যদিও প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কখনও মন্তব্য করেননি কেউই। বলিউডে গুঞ্জন, গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাসায় পরিবারের উপস্থিতিতে আংটিবদল করেছেন তারা। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতেই বিয়ের পরিকল্পনা রয়েছে এই তারকা যুগলের।

এই বিভাগের আরো খবর