বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০১

জেলা পুলিশ পঞ্চগড় কর্তৃক পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উদযাপন

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়

প্রকাশিত: ৫ মার্চ ২০২৩  

পঞ্চগড়ে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উদযাপন করেছে জেলা পুলিশ। "কর্তব্যের তরে, করে গেলে যাঁরা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান" স্লোগানকে সামনে রেখে অদ্য (১-মার্চ)২০২৩খ্রি: ইং তারিখে সকাল ১১ টায়  পুলিশ মেমোরিয়াল ডে- ২০২৩ উপলক্ষ্যে   পুলিশ লাইন্স, পঞ্চগড় মাঠে নির্মিত পুলিশ স্মৃতিস্তম্ভে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেন সম্মানিত পুলিশ সুপার, জনাব এস, এম, সিরাজুল হুদা পিপিএম মহোদয়। পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে  কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে প্রথমে একটি শোক র্যালি ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নিহত পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনায় উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত সহ স্মৃতিচারণ মূলক আলোচনা সভা  করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ রাকিবুল ইসলাম,  জেলা পুলিশের অন্যান্য ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ।

এই বিভাগের আরো খবর