রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১১

জুড়ীতে যোগমায়া মেমোরিয়াল একাডেমি প্রাথমিক বৃত্তিপ্রকল্পধ

মোঃ মাছুম আহমদ জুড়ী প্রতিনিধিঃ

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩  

মৌলভীবাজারের  জুড়ীতে( ৮) ডিসেম্বর সকাল ১১ ঘটিকার সময় যোগমায়া মেমোরিয়াল একাডেমিতে প্রাথমিক বৃত্তিপ্রকল্পধ অনুষ্ঠিত হয়। উপজেলার ৩২ টি স্কুলের ১৭১ জন ছাত্রছাত্রী  অংশ গ্রহন করে।শুধুমাত্র ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।পরীক্ষায় চলাকালীন সময়ে পর্যবেক্ষন করেন।


জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  রিংকু রঞ্জন দাশ ,ফরহাদ আহমদ,অধ্যক্ষ তৈয়বুননেছা সরকারি কলেজ,অরুন চন্দ্র দাস, অধ্যাপক, জুড়ী কলেজ,সিতাংশু শেখর দাশ,প্রধান শিক্ষক জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কিশোর রায় চৌধুরী মনি,সাবেক ভাইস চেয়ারম্যান, কল্যান প্রসুন চম্পু,প্রথম আলো প্রতিনিধি।আরো উপস্থিত ছিলেন যোগমায়া মেমোরিয়াল একাডেমির সদস্য সচিব শরেদন্দু দাশ শেখু প্রমুখ। 

এই বিভাগের আরো খবর