বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫   বৈশাখ ২৪ ১৪৩২   ১০ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৫

জাতীয় কবির স্মরণে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১  

আজ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেম মানবতা ও সাম্যের কবি কাজী নজরুল শীর্ষক আলোচনা, সম্মাননা প্রদান ও কবিতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে স্বদেশ সংস্কৃতিক ফাউন্ডেশন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিচারপতি মো. ফারুক, হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চেয়ারম্যান শ্রম আপীল ট্রাইব্যুনালে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব প্রফেসর নুরজাহান বেগম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী। অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন খান আখতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট লায়ন্সক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে তার বিভিন্ন কর্মকলা সম্পর্কে আলোকপাত করেন। 

অনুষ্ঠানে উপদেষ্টার বক্তব্যে লায়ন খান আখতারুজ্জামান এমজেএফ বলেন, বৃটিশ শাসন থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধে বিদ্রোহী  কবি কাজী নজরুল ইসলাম বাঙ্গালীদের প্রেরণা যুগিয়েছে। তিনি তার লিখুনির মাধ্যমে সাম্য ও ন্যায়ের বন্ধনে সকলকে একত্রিত হওয়ার আহব্বান জানিয়েছেন। কাজী নজরুল ইসলাম শুধু বাঙ্গালীর কবি নয়, সারা বিশ্বের মানুষের কাছে অনুপ্রেরণার কবি। যা তার অসংখ্য কবিতা, গান ও রচনাবলীতে ফুটিয়ে তুলেছেন। তিনি সকল ধর্মের ও মানুষের প্রাণের কবি ছিলেন। তার রেখে যাওয়া কর্ম ও সৃষ্টিকে বুকে ধারণ করে কাজে লাগাতে হবে দেশ ও জাতির কল্যাণে। শুধু মুখে নজরুল প্রেম নয়, ধারণ করতে হতে অন্তরে।

এই বিভাগের আরো খবর