বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৩

ছোট ভাইকে নিয়ে কটূক্তি, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়লেন কেয়া পায়েল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫  

অভিনেত্রী কেয়া পায়েল সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট ভাইয়ের সঙ্গে ছবি পোস্ট করে বিরূপ মন্তব্যের মুখোমুখি হয়েছেন। জন্মদিন উপলক্ষে ফেসবুকে ছবি শেয়ার করলেও মন্তব্যের ঘরে নানা নেতিবাচক প্রতিক্রিয়া তাকে হতাশ করেছে।

 

পায়েল বলেন, “আমরা তিন ভাই-বোন। আমি সবার বড়। ছোট ভাই দ্বীপ (আরিয়ান আদভান) কলেজে পড়ে, আর ছোট বোনের বয়স মাত্র ৬ বছর। ওদের ঘিরেই আমার সবকিছু। জন্মদিনে ভাইকে আদর করে একটি চুমু দিয়েছি, ছবিটিও আমাদের পছন্দের। অথচ এ নিয়েই ট্রল হতে হলো।”

 

তিনি আরও জানান, মন্তব্যগুলোতে কেউ কেউ দাবি করেছেন তারা নাকি আপন ভাই-বোন নন। এ ধরনের মন্তব্যে হতাশা প্রকাশ করে পায়েল বলেন, “ছোট ভাইয়ের সঙ্গে ছবি পোস্ট করেও গালি খেতে হবে কেন? যারা এভাবে মন্তব্য করছে, তারা বিকৃত মস্তিষ্কের। বিন্দুমাত্র কমনসেন্স নেই।”

 

অভিনেত্রীর মতে, এসব নেতিবাচক প্রতিক্রিয়া কেবল নোংরা মানসিকতার বহিঃপ্রকাশ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তার ভাই-বোনদের প্রতি ভালোবাসা ও আদর নিয়েই এমন ছবি পোস্ট করা হয়, যার সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত নয়।

 

এই বিভাগের আরো খবর