শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৬

ছোট তাইসন ও প্রিয়ার জুটিতে কাজ করছে নির্মাতা এম আই মানিক খান

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০  

ছোট পর্দার ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা ছোট তাইসন। তিনি এখন নিয়মিত নাটকে কাজ করছে আবার তার সেসব নাটকগুলোতে জুটি বেঁধেছেন উদীয়মান নতুন নায়িকা প্রিয়া আক্তার। আর তাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় নির্মাতা ও গণমাধ্যম ব্যক্তি এম আই মনিক খান।

নাটকের গল্পে দেখা যাবে,গ্রাম বাংলার ঐতিহ্য সহ বর্তমানে সমাজ ব্যবস্থা নিয়ে বিশেষ কিছু অংশে ও মানুষের দৈনিক জীবনের প্রতিটি অংশে সাথে গল্পগুলোর অনেক মিল থাকবে। উল্লেখযোগ্য কয়েকটি গল্পে ছোট টাইসন প্রিয়ার অনবদ্য জুটি দর্শক জনপ্রিয়তা বৃদ্ধি করবে বলে আশা করছেন তারা এসব গল্পগুলো পাওয়া যাবে জনপ্রিয় নির্মাতা প্রতিষ্ঠান ও ইউটিউব চ্যানেল সুরঞ্জলিতে।

ছোট টাইসন কাছে এই শুধু এই ধরনের গল্পের কাজ করার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমি বেশ কিছুদিন ধরে ছোটগল্পে মনোযোগ দিয়ে কাজ করছি এর আগে বড় পর্দায় তিনটি ছবিতে কাজ করেছি সেগুলো হলো ভালোবাসার গল্প,আমি তোমার হতে চাই,অস্তিত্ব, যার একটিতে আনিসুজ্জামান মিলনের মতো অভিনেতা ও অপরটিতে বাপ্পী ও আরেকটি তে আরফিন শুভর মতো অভিনেতাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এ ধরনের ছোটগল্পে কাজ করতে পেরে আমার খুব ভালো লাগছে আশাকরি বড় পর্দায় কাজ না করা পর্যন্ত ছোট পর্দায় নিয়মিত কাজ করব।

জনপ্রিয় নির্মাতা ও গণমাধ্যম ব্যক্তি এম আই মানিক খান বলেন, আমরা টানা তিন দিন ধরে কালিয়াকৈরে অবস্থান করছি আর সেখানে গ্রামীণ পরিবেশে তৈরি করা হচ্ছে এসব ছোটগল্প আশা করি গল্পগুলো দেখে মানুষ যেমন আনন্দ পাবেন তেমনি কিছু মেসেজও পাবেন। এছাড়া দর্শকদের ভালো লাগবে।এবং খুব শীঘ্রই এ ধরনের গল্পগুলো দর্শক যাতে দেখতে পারে তার জন্য তাড়াতাড়ি কাজ করলো করছে।
 

এই বিভাগের আরো খবর