রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৮৪

চরভদ্রাসনে ভোটার উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

নাজমুল হাসান নিরব, ফরিদপুর

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩  

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভোটারদের উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান জাহাঙ্গীরের 
সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম (সেবা) , আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রামানন্দ পাল ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বিথী ও চরভদ্রান সরকারি কলেজের অধ্যক্ষ নিখিল রঞ্জন বিশ্বাস। 

সভায় নির্বাচন আচরণবিধি নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ কাউছার, ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, উপজেলা আ.লীগ নেতা অ্যাডভোকেট ইছাহাক মিয়া, ফকির মোশারফ হোসেন, বেলায়েত হোসেন রুবেল, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, সাংবাদিক আবদুস সবুর কাজল, মহিলা নেত্রী রওশনআরা পারভীন ও ইউপি সদস্য লীজা আক্তার প্রমূখ। 

এই বিভাগের আরো খবর