মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

ঘোষণা দিয়েছিলেন অভিনয় ছাড়ার, সেই রাজ রিপার ছবি যাচ্ছে অস্কারে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫  

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। সম্প্রতি আসন্ন ৯৮তম অস্কার আসরের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করা হয়েছিল। আহ্বানে সাড়া দিয়ে অস্কারের জন্য ৫টি বাংলাদেশি সিনেমা জমা দিয়েছে সিনেমা সংশ্লিষ্টরা। এরমধ্যে নির্বাচিত একটি সিনেমা বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে।


 
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে গঠিত অস্কার কমিটির আহ্বানে এ মাসের শুরুর দিকে ছবি আহ্বান করা হয়। ১৬ সেপ্টেম্বর ছিল জমা দেওয়ার শেষ দিন। জমা পড়া ৫টি সিনেমা হলো সাবা, বাড়ির নাম শাহানা, নকশিকাঁথার জমিন, প্রিয় 


মালতী, ময়না। এর মধ্যে ‘বাড়ির নাম শাহানা’ শুক্রবার মুক্তি পেয়েছে এবং ‘সাবা’ মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর।

বাকি ছবিগুলো এরই মধ্যে মুক্তি পেয়েছে।


 
এদিকে অস্কারের জন্য নিজের ছবি ‘ময়না’ জমা পড়ায় বেশ উচ্ছ্বসিত রাজ রিপা। কিছুদিন আগেই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ তুলে সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী। তবে এবার তিনি বেশ খুশি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই নায়িকা বলেন, “আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে অস্কারের জন্য আমার ‘ময়না’ ছবিটি জমা পড়েছে। আসলে কখনও ভাবিনি আমার এই সিনেমাটি অস্কারের মতো বড় আসরের জন্য জমা পড়বে। তাছাড়া আমার ছবির সঙ্গে আরও জমা 


পড়েছে জয়া আহসান, মেহজাবীন আপুদের মত সিনিয়র অনেক বড় অভিনেত্রীদের ছবি, সেই জায়গা থেকে এটি আমার জন্য অনেক বড় পাওয়া। একজন নবাগত নায়িকার জন্য এটি কত বড় অর্জন আমি তা বলে বোঝাতে পারবো না। আশাকরি ভালো কিছু হবে।

ছবিটি মুক্তি পর টানা তিন সপ্তাহ হলে চলেছে। সবাই কাছে চাই আমার ও ময়নার জন্য।”

 
‘ময়না’-তে উঠে এসেছে একটি নারীর গল্প। মঞ্জুরুল ইসলাম মেঘ পরিচালিত ‘ময়না’-তে নাম ভূমিকায় অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী রাজ রিপার। আরও কয়েকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, সুব্রত, সুচনা, নাদের চৌধুরীসহ অনেকে।

এই বিভাগের আরো খবর