বুধবার   ১২ নভেম্বর ২০২৫   কার্তিক ২৮ ১৪৩২   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৯

ঘন কুয়াশায় ঢাকার ফ্লাইট কলকাতা-মিয়ানমারে অবতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল বিমানবন্দরের চারটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারেনি। এতে একটি ফ্লাইট চট্টগ্রামে, দুটি ফ্লাইট কলকাতায় এবং একটি ফ্লাইট মিয়ানমারের ইয়াঙ্গুনে নেমেছে। এছাড়া কয়েক ঘণ্টার জন্য ফ্লাইট উড্ডয়নও স্থবির ছিল।

সোমবার (৩০ জানুয়ারি) বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বিমানবন্দরের তথ্যমতে, ঘন কুয়াশার কারণে রানওয়ে দেখতে না পাওয়ার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে।

এদিন মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি ফ্লাইট নামতে পারেনি। এর মধ্যে দুটি ফ্লাইট হচ্ছে ইউএস বাংলার, একটি কাতার এয়ারওয়েজের ও একটি এয়ার এশিয়ার।

এছাড়া নির্ধারিত সময়ে অবতরণ-উড্ডয়ন করতে পারেনি বেশকিছু ফ্লাইট। এর মধ্যে রয়েছে ইউএস বাংলা, ওমান এয়ার, এয়ার এরাবিয়া, গালফ এয়ার ও ফ্লাই দুবাইয়ের ৫টি ফ্লাইট। 
এতে যাত্রীরা চরম ভোগান্তির সম্মুখীন হয়েছেন। একই সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকেও বাড়তি চাপে পড়তে হয়েছে।

এই বিভাগের আরো খবর