রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৯ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭০০

গোলাপের উদ্যান - সাজেদা পারভিন সাজু

প্রকাশিত: ৯ আগস্ট ২০২০  

গোলাপের উদ্যান

সাজেদা পারভিন সাজু

তাজমহল ! না না তার প্রতি 
কেন জানি আগ্রহ নেই আমার–
সেখানে প্রান নেই, নেই কোন জীবনের স্পন্দন ।

চারদেয়ালে বন্দি যে আবেগ আর ভালবাসা
আজোও তা গুমরে গুমরে কাঁদে ।
সেই কান্নার জল জোয়ার আনতো
কোন এক সময় যমুনায়–
নিত্য হাহাকারে এখন যাচ্ছে শুকিয়ে ।

প্রানের স্পন্দন থেমে গেছে বহু আগে
অবহেলা আর অনাদরে.....

আমি গড়ব নতুন এক গোলাপের উদ্যান
দিন নেই রাত নেই ফোটার অপেক্ষায 
রং বেরঙের অসংখ্য– অজস্র গোলাপ ।
আমার স্পর্শে প্রতিদিন তারা ফুটবে
অফুরান ভালবাসা আর যত্নে ।

নতুন নতুন ফুটবে কলি প্রতিক্ষনে
আরো ফিরে পাবে ভ্রমরের গুন্জন
নিত্য প্রজাপতি পাখা মেলবে ।
তুমি এসো অবারিত সেই উদ্যানে
কথা দিলাম স্বপ্ন দেখতে দেখতে ভোর হবে 
এ জীবনে আর কিছুর কি প্রয়োজন আছে ??

(অসমাপ্ত )

এই বিভাগের আরো খবর