বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫   বৈশাখ ২৪ ১৪৩২   ১০ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৩

গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চ থেকে নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১  

রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পল্টন থানা পুলিশ লাশটি উদ্ধার করে। 

নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্ট গেঞ্জি ও প্লাজু। 

ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া জানান, তার পরিচয় নিশ্চিতে ফিঙ্গার প্রিন্স সংগ্রহ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে এ ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখা হবে। আপাতত লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামকে দেওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়া গেলে লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

ওসি আরও জানান, ওই নারী সম্ভবত ভিক্ষাবৃত্তিতে জড়িত ছিলেন। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কোভিড অথবা অন্য কোনো অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর