শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৩

গাজীপুরে বেক্সিমকোর কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি  

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪  

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে বেক্সিমকো গ্রুপের একটি কারখানায় আগুন দিয়েছে শ্রমিকরা। আগুন নিয়ন্ত্রণে যাওয়া সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কাশিমপুরের ভবানীপুর এলাকায় বিগবস কারখানায় আগুন দেয় শ্রমিকরা।

গাজীপুরে বেক্সিমকোর কারখানায় আগুন

স্থানীয়রা জানায়, সকাল থেকে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করে কারখানার শ্রমিকরা। তারা রাস্তাও অবরোধ করে রাখে। দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা বিগবস নামের কারখানায় আগুন ধরিয়ে দেয়। পরে তারা লাঠিসোঁটা নিয়ে সেখানে অবস্থান নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কারখারায় আগুন জ্বলছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বিগবস কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা সেখানে একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা চলে আসে। ফের কাশিমপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এই বিভাগের আরো খবর