বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩১

গাজীপুর টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে চারজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫  

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার  উপ-পুলিশ পরিদর্শক এস.এম. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করে টঙ্গীর হিমারদীঘি হকের মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

 

আটককৃতরা হলেন কামরুজ্জামান খন্দকার শাওন (৩৫), মো. জব্বার খাঁ ওরফে জয় (২৮), ইসমাইল হোসেন (২৫) এবং হযরত আলী (২০)। এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার ও তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

 

অভিযানের সময় আরও ৮-১০ জন অজ্ঞাতনামা সহযোগী পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে জড়ো হয়েছিল।

 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় ডাকাতি প্রস্তুতির অভিযোগে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান।

এই বিভাগের আরো খবর