শনিবার   ১৮ অক্টোবর ২০২৫   কার্তিক ৩ ১৪৩২   ২৫ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলা, নিহত ১১ জন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫  

গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে একই পরিবারের ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আট দিন আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে বড় লঙ্ঘন বলে জানিয়েছে আল জাজিরা।

 

গাজার নাগরিক প্রতিরক্ষা বিভাগের তথ্যমতে, শুক্রবার সন্ধ্যায় গাজা শহরের জেইতুন এলাকায় আবু শাবান পরিবারকে বহনকারী একটি বেসামরিক গাড়িতে ট্যাংক থেকে শেল নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা। এতে পরিবারের সাত শিশু ও তিন নারীসহ মোট ১১ জন নিহত হন।

 

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, পরিবারটি যখন তাদের বাড়ি পরিদর্শনের জন্য যাচ্ছিল, তখন ইসরায়েলি বাহিনী বিনা সতর্কতায় গুলি চালায়। “এ হামলা প্রমাণ করে যে দখলদার বাহিনী এখনো নিরীহ বেসামরিকদের রক্ত ঝরাতে বদ্ধপরিকর,” বলেন তিনি।

 

অন্যদিকে, হামাস এ ঘটনাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে—ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে বাধ্য করতে।

 

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী **বেনিয়ামিন নেতানিয়াহু**র সঙ্গে ফোনালাপ করেছেন শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার **মারিয়া কোরিনা মাচাদো**। আলাপকালে মাচাদো গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকার প্রশংসা করেন এবং হামাসকে ‘নিপীড়ক বাহিনী’ বলে অভিহিত করেন। ইরানের শাসনকর্তাদেরও তিনি কঠোর সমালোচনা করেন।

 

নেতানিয়াহুর কার্যালয় জানায়, মাচাদো গাজা যুদ্ধে ইসরায়েলের নেতৃত্বের প্রশংসা করেছেন এবং জিম্মি মুক্তির ঘটনায় নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন।
 

এই বিভাগের আরো খবর