রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

গাজা যুদ্ধ বন্ধে মিশরে আন্তর্জাতিক সম্মেলন,নেতৃত্বে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫  

গাজায় যুদ্ধের অবসান ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন আগামীকাল সোমবার মিশরের শার্ম আল-শেখে অনুষ্ঠিত হবে। সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। শনিবার এক বিবৃতিতে মিশরের প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সম্মেলনের লক্ষ্য হলো গাজা যুদ্ধের ইতি টানা, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং আঞ্চলিক নিরাপত্তার নতুন অধ্যায় সূচনা করা।

এই বৈঠকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের পেদ্রো সানচেজ ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁসহ ২০টিরও বেশি দেশের নেতা অংশ নেবেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বা হামাসের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

গাজায় যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি এখন উত্তর গাজায় ফিরছেন। কেউ পায়ে হেঁটে, কেউ গাড়িতে করে কিংবা গাড়ি টেনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঘরে ফিরছেন।

দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ৬৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধবিরতির পর গাজায় উদ্ধার ও পুনর্গঠন কার্যক্রম শুরু হলেও ইসরায়েলের অবরোধ থাকায় প্রয়োজনীয় সরঞ্জাম ও জ্বালানি প্রবেশে এখনো বাধা রয়ে গেছে।

খান ইউনিসের মেয়র জানিয়েছেন, ইসরায়েলি হামলায় দক্ষিণ গাজার প্রায় ৮৫ শতাংশ এলাকা ধ্বংস হয়েছে এবং শহর থেকে প্রায় ৪ লাখ টন ধ্বংসাবশেষ সরাতে সময় লাগবে।

এই বিভাগের আরো খবর