রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৯ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭০৭

খোলা বাতায়ন - সাজেদা পারভিন সাজু

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২০  

খোলা বাতায়ন
সাজেদা পারভিন সাজু
—————
আজকের সন্ধ্যাটা বিশেষ
যুথী, চামেলীরা সেইক্ষনে 
ছিলো আনমনে।
শুধু ফোটার অপেক্ষায় ছিল
সন্ধ্যামালতি বনে!
আকাশ জুড়ে পঞ্চমীর চাঁদ
শুধু মালতির আশায়
তার সুবাসে ভরাবে হৃদয় ।
সাথে প্রতিক্ষা,ত্যাগ 
আর বিষর্জন নিয়ে 
এগিয়ে চলা সে এক ইতিহাস,
মালতি লতায় জড়ানো দু’হাত-
বাতায়ন খোলা ছিল সে লগ্নে
সদ্য ফোটা মালতি নিয়ে হাতে।

এই বিভাগের আরো খবর