শনিবার   ০৮ নভেম্বর ২০২৫   কার্তিক ২৪ ১৪৩২   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৩

খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশিত হয়:শিক্ষামন্ত্রী

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৪  

মেধার বিকাশে খেলাধুলাকে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে

মেধার বিকাশে খেলাধুলাকে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে

বুধবার সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শুধু ফলাফল দিয়েই একটা শিক্ষার্থীর মূল্যায়ন করা হবে, এ ধরনের মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার সুস্থ বিকাশে খেলাধুলাকে আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করবো। 

বুধবার সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।


মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, নতুন শিক্ষানীতির একটি বিশাল অংশ অ্যাক্টিভিটি লার্নিংয়ের মধ্য দিয়ে শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করবে। সেখানে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ।


এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ প্রমুখ।

এই বিভাগের আরো খবর