শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২২

ক্যামেরা দেখে এড়িয়ে গেলেন আরিয়ান

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩  

বলিউডে স্টারকিড মানেই আলোচনা-সমালোচনা। ছোটবেলা থেকেই একপ্রকার তারকা বনে যান তারকাদের সন্তানরা। তাই হয়তো ক্যামেরা পাপারাজ্জি দেখতে দেখতে বড় হওয়া সেলিব্রেটিদের সন্তানরা একসময় এই ঝাঝা আলোর ঝলকানিতে বিরক্ত হয়ে যান। 

সম্প্রতি অনুরাগ কাশ্যপের 'অলমোস্ট পিয়্যার উইথ ডিজে মোহাব্বাত' সিনেমার স্ক্রিনিংয়ে একঝাঁক তারকার পাশাপাশি দেখা মেলে শাহরুখপুত্র আরিয়ান খানের। যেখানে অন্যরা ক্যামেরা দেখলে হাসিমুখে দাঁড়িয়ে যান সেখানে ভিন্ন কাণ্ড আরিয়ানের।

ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যায় ২৫ বছর বয়সী আরিয়ানকে দেখে পাপারাজ্জিরা তাকে ডাকছেন ছবি তোলার জন্য। কিন্তু সেসব তোয়াক্কা না করে সোজা হেঁটে ভেতরে চলে যান আরিয়ান। নেটিজেনদের অনেকেই বিষয়টি নিয়ে ট্রল করেছেন আরিয়ানকে।

এদিকে অভিনয়ে আসার কোনো ইচ্ছে নেই আরিয়ান খানের। তিনি নির্মাতা হতে চান। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, অভিষেক করতে একটি ওয়েব সিরিজের কাজও প্রায় শেষ করে ফেলেছেন আরিয়ান।

এই বিভাগের আরো খবর