শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৬

ক্যানসারে মৃত্যুর আগে প্রেমিককে বিয়ে করলো ১০ বছরের প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩  

রক্তের ক্যানসার অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউক্যামিয়ায় (এএলএল) আক্রান্ত হয়ে মৃত্যুর মাত্র ১২ দিন আগে নিজের বন্ধু ও প্রেমিক ড্যানিয়েল মার্শাল ক্রিস্টোফার উইলিয়ামসকে বিয়ে করেছে এমা অ্যাডওয়ার্ডস নামের ১০ বছরের এক মার্কিন বালিকা। খবর দ্য নিউইয়র্ক পোস্টের।

রক্তের ক্যানসার অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউক্যামিয়ায় (এএলএল) আক্রান্ত হয়ে মৃত্যুর মাত্র ১২ দিন আগে নিজের বন্ধু ও প্রেমিক ড্যানিয়েল মার্শাল ক্রিস্টোফার উইলিয়ামসকে বিয়ে করেছে এমা অ্যাডওয়ার্ডস নামের ১০ বছরের এক মার্কিন বালিকা। খবর দ্য নিউইয়র্ক পোস্টের।

গত ২৯ আগস্ট রীতিমতো জাঁকজমকপূর্ণভাবে বিয়ে হয়েছে তাদের। তার ১২ দিন পর, ১১ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এমা।

বিয়ের পাত্র ড্যানিয়েল মার্শাল ক্রিস্টোফার উইলিয়ামস তার পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের কাছে ‘ডিজে উইলিয়ামস’ নামেই বেশি পরিচিত। ১২ বছর বয়সী ডিজে এমার বন্ধু ছিল এবং তারা পরস্পরকে পছন্দও করত।   
এমা’র মা-বাবা এলিনা এবং অ্যারন অ্যাডওয়ার্ডস দম্পতি নিউইয়র্ক পোস্টকে জানান, ২০২২ সালের এপ্রিলে এমার দেহে প্রথমবার ক্যানসার শনাক্ত হয়। সে সময় এমা’র যে শারীরিক অবস্থা ছিল, তাতে তার মা-বাবা আশা করেছিলেন যে এমা হয়তো ক্যানসারকে পরাজিত করে সুস্থ হয়ে উঠবে।
কিন্তু জুনের শেষ দিকে এমা’র চিকিৎসকরা অ্যারন-এলিনাকে জানান, আর বড়জোর এক সপ্তাহ কিংবা তার কিছু বেশি দিন আয়ু রয়েছে তাদের মেয়ের।
নিউইয়র্ক পোস্টকে এলিনা অ্যাডওয়ার্ডস বলেন, ‘এমার দিন ফুরিয়ে আসছে— এটি খুবই অপ্রত্যাশিত সংবাদ ছিল আমাদের জন্য। কারণ আমরা প্রায় নিশ্চিত ছিলাম যে আমাদের মেয়ে সুস্থ হয়ে উঠবে। অন্য কোনো হাসপাতালে আরও উন্নত চিকিৎসা পদ্ধতি রয়েছে কিনা সেই খোঁজও নিয়েছিলাম, কিন্তু এমার মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করার পর কেউই আমাদের আশা দেখাতে পারেননি।’
‘এমা যে ডিজেকে পছন্দ করে এবং বড় হলে তাকে বিয়ে করবে— এ কথা একাধিকবার সে আমায় বলেছে। তাই তার সর্বশেষ শারীরিক অবস্থা জানার পর আমাদের (এলিনা-অ্যারন) মনে হলো তার শেষ দিনগুলোকে আনন্দপূর্ণ করে তোলা উচিত।’
সেই অনুযায়ী এলিনা ডিজের মায়ের সঙ্গে এ ব্যাপারে আলাপ করেন, ডিজের মা ও এ ব্যাপারে উৎসাহের সঙ্গে সম্মতি দেন। শেষে দুই পরিবারের যৌথ আয়োজনে গত ২৯ জুন বিয়ে হয় এমা-ডিজের।
প্রায় ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন এই বিয়েতে। সবাই এমা-ডিজের বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজন। বিয়ের যাবতীয় আয়োজন-অনুষ্ঠানের দায়িত্বেও ছিলেন তারাই।
এলিনা বলেন, ‘চিকিৎসকরা এমার সর্বশেষ শারীরিক অবস্থা জানানোর পর খুব দ্রুত সবকিছুর আয়োজন করতে হয়েছে আমাদের। মাত্র দু’দিন সময় আমাদের হাতে ছিল এবং তার মধ্যেই খুব সুন্দরভাবে বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।’

নিজের ‘জামাতা’ ডিজেরও আন্তরিক প্রশংসা করেছেন এলিনা। ডিজে সম্পর্কে তিনি বলেন, ‘আমি ডিজের মতো এত ভালো-মিষ্টি ছেলে আর কোথাও দেখিনি। তার হৃদয় স্বর্ণ দিয়ে গড়া এবং সে সত্যিই এমাকে ভালবাসে।’

এই বিভাগের আরো খবর