রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৯

কোম্পানীগঞ্জে বসত ঘরে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩  

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দয়ারবাজার কালীবাড়ি একটি বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। এতে ঘরে থাকা ফ্রিজ, ফার্নিচার ও আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্থ ঘরটি স্থানীয় ব্যবসায়ী হানিফ মাহমুদের। 

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুকজ্জামান রানা জানান, পাশের বাড়ীতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। 

স্থানীয় হানিফ মাহমুদ জানান, ভোরে উঠে দেখি ঘরের মধ্যে ধোঁয়া, সঙ্গে সঙ্গে ঘরে থাকা সবাইকে সরিয়ে নেই। প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে সাহায্য করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। 

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

এই বিভাগের আরো খবর