বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫   বৈশাখ ২৪ ১৪৩২   ১০ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩৩

কোচিং সেন্টারে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

স্টাফ রিপোর্টার, কবির হোসেন (শান্ত)

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২১  

উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি কোচিং সেন্টার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উত্তরা থানা পুলিশ।
 
রোববার রাত সাড়ে ১২টার দিকে কোচিং সেন্টারের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। পরে ময়নাতদন্ত শেষে সোমবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ওই শিক্ষার্থীর নাম মো. মিজবাহ উল আজিম। তিনি ২০১৭-১৮ সেশনের (১৩ তম ব্যাচ) জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। মিজবাহর গ্রামের বাড়ি বরিশালের বানারিপাড়া।

ওই কোচিং সেন্টাটি মিজবাহর বড় ভাইয়ের। আরও দুই সহকর্মীর সঙ্গে কোচিং সেন্টারের একটি কক্ষে থাকতেন। তার অন্য সহকর্মীরা মিজবাহর রুম বন্ধ পেয়ে তার কক্ষ ধাক্কা দিয়ে খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ‘মরদেহটি কক্ষের ভেতর ফ্যানের সঙ্গে লাইলন রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আমরা মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর পর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, প্রথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। আর এজন্য একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে, এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও আমরা তদন্ত করে দেখছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘আমি খবর নিয়েছি। উত্তরা পূর্ব থানা থেকে পোস্টমর্টেমের পাঠানো হয়েছে। গতকাল রাত সাড়ে ১১টায় গলায় ফাঁস দেয়া অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করেছে। সে তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এই বিভাগের আরো খবর