মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৬

কেরানীটেক বস্তির মাদক সম্রাজ্ঞী রুনা পুলিশের হাতে গ্রেফতার

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫  

গাজীপুরের টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে কেরানীটেক বস্তির শীর্ষ মাদক ব্যবসায়ী রুনাকে গ্রেফতার করা হয়েছে। 

 

রবিবার রাতে টঙ্গী পূর্ব থানার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

 

অভিযানে রুনার কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রুনা দীর্ঘদিন ধরে কেরানীটেক বস্তিতে সক্রিয়ভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদকের মামলা রয়েছে। এসব মামলার কারণে তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত ছিলেন।

 

স্থানীয়দের অভিযোগ, রুনার কারণে কেরানীটেক বস্তি ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা ভয়াবহ আকার ধারণ করে। তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছিল। তার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, “মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরণের অভিযান নিয়মিতভাবে চলবে।”

 

পুলিশ সূত্রে জানা যায়, রুনাকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

এদিকে রুনার গ্রেফতারকে মাদকবিরোধী লড়াইয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে কেরানীটেক বস্তি থেকে মাদক পুরোপুরি নির্মূলের দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর