বুধবার   ১২ নভেম্বর ২০২৫   কার্তিক ২৮ ১৪৩২   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৯১

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড.আফজাল হোসেনের কম্বল বিতরণ

মোঃ জামাল আকন

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

শীতের তীব্রতায় যখন নিম্ন আয়ের মানুষজন দিশেহারা ঠিক তখনই দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ালেন কেন্দ্রীয় এই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলার হাজার হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ অব্যাহত রেখেছেন তিনি। ছুটে বেড়াচ্ছেন পটুয়াখালীর বিভিন্ন এলাকায়। খোজ খবর নিচ্ছেন তৃনমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষের।তৃনমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, অ্যাড. আফজাল হোসেন যখনই তার নিজ জেলায় আসেন, শত শত মানুষের ভীড় লেগে থাকে তার বাসায়। তিনি একান্তভাবে সবার সাথেই মিশেন এবং খোজ খবর নেন সবার। ছুটে বেড়ান পটুয়াখালীর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। ধনী-দরিদ্র সবার সাথেই তার ওঠাবসা। সাদা মনের মানুষ হিসেবেই তিনি পরিচিত সবার কাছে। তারা তার সার্বিক মঙ্গল কামনা করেন।

এই বিভাগের আরো খবর