শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫০

কুমিল্লার ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২  

কুমিল্লার ৫ উপজেলার ১৭ ইউনিয়নের নির্বাচন শেষ হয়েছে। বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে নির্বাচনের ফল প্রকাশ করা হয়েছে।জানা গেছে, ১৭ ইউনিয়নের ১৫ টিতে চেয়ারম্যান পদের নির্বাচন হয়েছে। বাকি দুইটিতে ইউপি মেম্বার পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।১৫ ইউনিয়নের ১১ টিতে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি চার ইউপিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। কু‌মিল্লার লাকসামের বাকই দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকের মো. আব্দুল আউয়াল বিজয়ী হয়েছেন।  লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নে আওয়ামী লী‌গের বি‌দ্রোহী ও চশমা প্রতীকের মোহাম্মদ মিজানুর রহমান, পেরুল উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের আবু ছালেহ মো. কামাল হোসেন বিজয়ী হয়েছেন।বরুড়ার ভাউকসার ইউনিয়নে নৌকা প্রতীকের আহমেদ জামান মাসুদ ও শাকপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আবদুল খালেক মুন্সী বিজয়ী হয়েছেন।  নাঙ্গলকোটে ৮টি ইউপি নির্বাচনে ৭ টিতে নৌকা ও একটি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।নাঙ্গলকোটে নৌকার বিজয়ী প্রার্থীরা হলেন, রায়কোট উত্তর ইউনিয়নে মাস্টার রফিকুল ইসলাম, রায়কোট দক্ষিণ ইউনিয়নে আবুল কালাম ভূঁইয়া, আদ্রা উত্তর ইউনিয়নে তাজুল ইসলাম, আদ্রা দক্ষিণ ইউনিয়নে আবু ইউছুফ কোম্পানী, জোড্ডা পূর্ব ইউনিয়নে নুরুল আফসার, দৌলখাঁড় ইউনিয়নে সৈয়দ সাইফুর রহমান বাবলু ও বটতলী ইউনিয়নে আব্দুল জলিল। এছাড়া জোড্ডা পশ্চিম ইউনিয়নে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন মজুমদার।
দাউদকা‌ন্দির ‌দৌলতপুর ইউ‌নিয়‌নে স্বতন্ত্র প্রার্থী মইন উদ্দিন চৌধুরী ও ইলিয়টগঞ্জ দ‌ক্ষিণ ইউ‌নিয়‌নে স্বতন্ত্র আনোয়ার হোসেন বিজয়ী হয়েছেন।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে নির্বাহী ম্যাজিস্ট্রট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আন্তরিকভাবে কাজ করেছেন।

এই বিভাগের আরো খবর