সোমবার   ০৪ আগস্ট ২০২৫   শ্রাবণ ২০ ১৪৩২   ০৯ সফর ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

কুমিল্লা- ২ আসন বহালের দাবীতে হোমনায় বিএনপির সাংবাদিক সম্মেলন

মো. আবু রায়হান চৌধুরী, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ৪ আগস্ট ২০২৫  

জাতীয় সংসদীয় আসন - ২৫০ কুমিল্লা-২ (হোমনা - মেঘনা) বহাল রাখার দাবি জানিয়ে হোমনা উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন এর আয়োজনে জরুরি সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

২ আগস্ট ২০২৫ শনিবার সকাল ১১টার দিকে হোমনা পৌর সুপার মার্কেটে এই  সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে আসনটি বহাল রাখার জোরালো দাবি জানান নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল এর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন লিখিত বক্তব্য পাঠ করেন এবং স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বক্তব্যে, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন কর্তৃক হোমনা উপজেলার সঙ্গে তিতাস উপজেলাকে নিয়ে কুমিল্লা-২ আসন সংক্রান্ত খসড়া প্রকাশের কঠোর প্রতিবাদ এবং পুনরায় কুমিল্লা-২ আসনে হোমনা ও মেঘনা উপজেলা বহালের দাবি জানান।

লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আরও বলেন, হোমনা ও মেঘনার মানুষের মধ্যে আত্মার সম্পর্ক বিদ্যমান। দুই উপজেলার ইতিহাস, ভৌগোলিক ও প্রশাসনিক সংযোগ, জনগণের জীবনধারা ও বাস্তব অভিজ্ঞতার আলোকে বর্তমান কুমিল্লা-২ আসন হোমনা ও মেঘনা উপজেলাই সময়োপযোগী, জনমুখী এবং যুক্তিযুক্ত। নির্বাচন কমিশনের উচিত বিভ্রান্তিকর দাবী ও স্বার্থান্বেষী মহলের চাপকে না মেনে জনগণের অভিজ্ঞতা, মতামত এবং ভবিষ্যৎ উন্নয়নের চিত্রকে গুরুত্ব দেওয়া। কারণ হোমনা - মেঘনা আসন কেবল একটি নির্বাচন কেন্দ্রিক এলাকা নয়, এটি একটি জনপদের মর্যাদা, অধিকার ও স্বাতন্ত্র্যের প্রতীক। এর গুরুত্ব না দিয়ে নির্বাচন কমিশন সীমানা পুনঃনির্ধারণ প্রক্রিয়ায় হোমনা থেকে মেঘনা বাদ দিয়ে হোমনা ও তিতাসকে কুমিল্লা-২ আসনের খসড়া হিসেবে প্রকাশ করায় জনসাধারণ এবং রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।

সম্মেলনে হোমনা উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনসহ সাধারণ জনগণের পক্ষ থেকে কুমিল্লা-২ আসন হোমনা - মেঘনা উপজেলা বহাল রাখার স্পষ্ট দাবি জানানো হয়।

এ সময় পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম - আহবায়ক আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও ঘারমোড়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম - আহবায়ক মোহাম্মদ হানিফ কন্ট্রাক্টর, সাইদুল হাসান শাহিন, শামসুদ্দিন চেয়ারম্যান, মো. শাহ আলম হিমেল, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম - আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. ইব্রাহিম মিয়া, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফ মোল্লা, উপজেলা জাসাস দলের আহবায়ক মোঃ কামাল হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম অপু, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক জামাল সরকার, ঘারমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুছা, পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল বাতেন, দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার, কৃষক দলের সভাপতি ইউনুস মিয়া, ঘাগুটিয়া ইউনিয়ন যুবদল নেতা আল কাইয়ুম, ছাত্রদল নেতা মুজিবুর রহমান, হোমনা সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হায়দার রনি, সালাউদ্দিন সানিসহ উপজেলাধীন ৯টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর