শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৫

কালীগঞ্জে ৩ পেট্রোল পাম্পকে ৮০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২  

কালীগঞ্জে (গাজীপুর-ইটাখোলা সড়কে) অনুমোদন বিহীন তিনটি পেট্রোল পাম্পকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাাফসা নাদিয়া এই জরিমানা করেন।

গত ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) আনুসানিক সন্ধা ৬ টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের (গাজীপুর-ইটাখোলা সড়কে) আজমতপুর চেীরাস্তা সংলগ্ন মেসার্স আরিফ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, মেসার্স কে এন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা ও মেসার্স মদিনা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাাফসা নাদিয়া প্রতিবেদককে জানান, তাহারা সরকারী আইন অমান্য করে অনুমোদন বিহীন ভাবে জ্বালানী তেল বিক্রয় করে আসছিল। তাই তাদেরকে জরিমানা করা হয়েছে এবং লাইসেন্স করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরোও বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন ভঙ্গ কারীদের কোনরুপ ছাড় দেয়া হবেনা।
 

এই বিভাগের আরো খবর