রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৮

কাপাসিয়ায় ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাস

গাজীপুর থেকে এস.এম দুর্জয়

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১  

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কতৃক আয়োজিত এ সভায় জেলা নির্বাচন অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দের সভাপতিত্বে ও টঙ্গী থানা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, ঢাকা আঞ্চলিক নির্বাচন অফিসার বেগম মাহফুজা আক্তার ,উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান পাভেল ,উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আবুল বাশার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি )রুবাইয়া ইয়াসমিন,গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাকসুদুর রহমান, এডিশনাল এসপি ও কালিগঞ্জ  সার্কেল  ফারজানা ইয়াসমিন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিম সহ বিজিবি ও র‍্যাবের প্রতিনিধি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে আমরা বদ্ধপরিকর ।


 

এই বিভাগের আরো খবর