শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫১০

করোনায় আক্রান্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী সিএমএইচে

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই ২০২০  

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি গতকাল বুধবার থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আসিফ আহমেদ টেলিফোনে এনটিভি অনলাইনকে বলেন, ‘স্যারের করোনা সংক্রান্ত কোনো আলামত ছিল না। কয়েকদিন আগে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগদানের জন্য সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করা হয়। তখন স্যারও করোনা পরীক্ষা করান। এতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে।’

‘এত দিন প্রতিমন্ত্রী বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল সিএমএইচে ভর্তি হয়েছেন। তাঁর শারীরিক অবস্থা ভালো আছে। স্যারের পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে’, যোগ করেন তথ্য কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর