শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৩৪

করোনাভাইরাসের টিকা নিলেন ওবায়দুল কাদের

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসের টিকা নিয়েছেন ।

বুধবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকাকেন্দ্রে গিয়ে তিনি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন বলে মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালীদ জানান।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে গত ২৭ জানুয়ারি বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণ টিকাদান। 

সোমবার পর্যন্ত ৫৩ লাখ ১৯ হাজারের বেশি মানুষ এ টিকার প্রথম ডোজ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ মার্চ এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১০ মার্চ টিকার প্রথম ডোজ নেন।

এই বিভাগের আরো খবর