মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫   কার্তিক ২০ ১৪৩২   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯০

কমলগঞ্জ ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

হিফজুর রহমান তুহিন, কমলগঞ্জ:

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪  

মৌলভীবাজারের কমলগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে, কমলগঞ্জ পৌর শাখার তত্বাবধানে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
ফ্রি চিকিৎসা ক্যাম্প ও  আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  জয়নাল আবেদীন।

 

কমলগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ ফাত্তাহুর রশিদ মাহফুজ এর উদ্বোধনী রাখেন। সমাজ কল্যাণ পরিষদ কমলগঞ্জ পৌর শাখার সভাপতি মাওঃ জুনাইদ আহমদ আস্তফা'র সভাপতিত্বে ও মাওঃ মুহাম্মদ সিহাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড ডি এম সাদিক আল শাফিন,  মৌলভীবাজার মুসলিম কমিনিউটির প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ শেখ গাজী নুরে আলম হামিদী, সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা মাও: নুরুল মুক্তাকিম জুনাইদ,  কমলগঞ্জ পৌর বনিক সমিতির সহ সভাপতি  কাজী মামুনুর রশিদ, কমলগঞ্জ সমাজ কল্যান পরিষদের পৃষ্টপোষক  মাওঃ লুৎফর রহমান জাকারিয়া , সিনিয়র সহসভাপতি মাওঃ হুসাইন আহমদ খালেদ, সাধারণ সম্পাদক হাফিজ লুৎফর রহমান শিপন, অর্থ সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ।

 

শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৫০০ জন চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা এবং  তাদের মধ্যে থেকে ৫০ জন রোগীকে অপারেশনের আওতায় আনা হয়। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরো খবর