রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৫

কঠোর অবস্থানে প্রশাসন; তবুও থামছে না মানুষ, বাড়ছে গাড়ির চাপ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই ২০২১  

 

করোনার ভয়াবহতা কমাতে দেশজুড়ে চলছে সরকারঘোষিত কঠোর লকডাউন। লকডাউনের সপ্তম দিনে আজ বুধবার (৭ জুলাই) রাজধানীজুড়ে দেখা মিলেছে গাড়ির চাপ। বেড়েছে মানুষের সংখ্যাও। তবে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে তৎপর রয়েছে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবি। রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছেন তারা। তবুও সচেতনতার অভাব জনমনে।

জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে জরিমানা এবং গ্রেফতারও করা হচ্ছে। তবে জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন। এদিকে লকডাউনের ষষ্ঠ দিন আজও রাজধানীর সড়কে যানবাহন ও লোকজনের প্রচণ্ড ভিড় দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে রাস্তাঘাটে।


সকাল থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কের বিভিন্ন চেকপোস্টে সতর্ক অবস্থায় দেখা গেছে। প্রায় প্রতিটি গাড়িই থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। এতে চেকপোস্টগুলোতে কিছুটা জটলা দেখা গেছে। এছাড়া সকাল ৯টা থেকেই রাজধানীতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এরপরও সড়কে অফিসগামী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে প্রথম দিন ৫৫০ জন, দ্বিতীয় দিন ৩২০ জন, তৃতীয় দিনে ৬২১ জন, চতুর্থ দিনে ৬১৮ জন ও ৫ম দিন ৫০৯ জনকে জরিমানা করা হয়েছে।

আর কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে সারাদেশে র‌্যাবের ১৯১টি টহল এবং ২০৭টি চেকপোস্ট পরিচালনা করা হয়। সারাদেশে র‌্যাব ৫০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে ৩ হাজারের অধিক মাস্ক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর