সোমবার   ০৩ নভেম্বর ২০২৫   কার্তিক ১৮ ১৪৩২   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০

এবার পর্দায় মীনা কুমারী হচ্ছেন কিয়ারা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫  

বলিউডে মীনা কুমারীর বায়োপিক নিয়ে চরম শোরগোল শুরু হয়েছে। কে হবেন পর্দার ‘ট্র্যাজেডি কুইন’? নানা নাম শোনা গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে। সংবাদমাধ্যম **মিড-ডে** জানিয়েছে, সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত **‘কামাল অউর মীনা’** সিনেমায় মীনা কুমারীর চরিত্রে দেখা যাবে **কিয়ারা আদভানি**-কে।

 

মীনা কুমারীর পরিবারের অনুমতিতে সিনেমাটির কাজ শুরু হচ্ছে। সিনেমার কাহিনি মীনা ও ‘পাকিজা’খ্যাত পরিচালক কামাল আমরোহির বেদনাবিধুর সম্পর্কের ওপর ভিত্তি করে তৈরি হবে। জানা গেছে, তারা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সম্পর্কটি সুখের শেষ পায়নি।

 

নির্মাতারা দাবি করেছেন, মীনা কুমারীর চরিত্রের আবেগ, গভীরতা ও আভিজাত্যপূর্ণ রূপকে পর্দায় বাস্তবায়নের জন্য **কিয়ারা আদভানি**ই সঠিক অভিনেত্রী। এটি কিয়ারার প্রথম বায়োপিক এবং মা হওয়ার পর ক্যামেরার সামনে ফেরার প্রজেক্ট। সিনেমার জন্য কিয়ারা উর্দু ভাষা শিখবেন।

 

**টাইমস অব ইন্ডিয়া** জানিয়েছে, আগামী বছরের প্রথমার্ধে শুটিং শুরু হবে এবং ২০২৬ সালে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। মীনা কুমারী ভারতীয় সিনেমার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র; ‘ট্র্যাজেডি কুইন’ খেতাব তিনি পেয়েছিলেন দুঃখময় দৃশ্যে অপ্রতিম অভিনয়ের জন্য। তাঁর **‘বৈজু বাওরা’, ‘পরিণীতা’, ‘সাহেব বিবি অউর গোলাম’, ‘কাজল’, ‘পাকিজা’**সহ ৯০টির বেশি সিনেমা দর্শকদের মনে দাগ কেটেছে।

 

এই বায়োপিক কিয়ারার ক্যারিয়ারের মাইলস্টোন হিসেবে ধরা হচ্ছে। কারণ, মীনা কুমারীর জীবনের দুঃখ, প্রেম, অপমান ও নিঃসঙ্গতা ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ কিয়ারার সামনে থাকবে—যা সফল হলে তিনি হয়ে উঠবেন পর্দার ‘নতুন ট্র্যাজেডি কুইন’।
 

 

এই বিভাগের আরো খবর