শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৮ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

এবার পরিচালনায় আসছেন রানি মুখার্জি?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫  

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমা দিয়ে তিন দশকের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন রানি মুখার্জি। নিজেকে গর্বের সঙ্গে সব সময় ‘সিনেমার ছাত্রী’ বলে অভিহিত করা এই অভিনেত্রী নাকি পরিচালনায় আসছেন, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।

তবে এখনই পরিচালকের আসনে বসার কোনো তাড়াহুড়ো নেই রানির। তার দাবি, তিনি এমন এক শিল্পী, যিনি প্রতিনিয়ত শিখছেন, প্রতিটি চরিত্রে নিজেকে নতুন করে খুঁজে পান।


তবে হাসিমুখে তিনি এক টুকরো টুইস্টও রেখে দেন, ‘কখনও একেবারে আবার না বলাও যায় না।’ এই এক লাইনে যেন লুকিয়ে আছে ভবিষ্যতের সম্ভাবনা।
এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রানি মুখার্জি বলেন, ‘সব অভিনেতারই এই অভিজ্ঞতা থাকে, যারা ক্রমাগত শিখছে... আমি সব সময়ে মনে করি, একজন অভিনেতা হিসেবে, যত বছরই ইন্ডাস্ট্রিতে থাকি না কেন, আমি সব সময় সিনেমার ছাত্রীই থাকব।’ 

May be an image of 1 person

তিনি আরও বলেন, ‘প্রতিটি ছবি, প্রতিটি পরিচালক, ফটোগ্রাফার, প্রতিটি মানুষের সঙ্গে কাজ করে আমি শিখি— এটাই আমার কাজ।


শুটিং না থাকলে, ছুটিতে বা ভ্রমণে গেলেও আমি মানুষদের পর্যবেক্ষণ করি। কখনো কারো হাঁটার ভঙ্গি, কথা বলার ধরন, বা কোনো অভ্যাস আমাকে টানে—আমি সেটা চরিত্রে মিশিয়ে দিই। এই সূক্ষ্মতা, এই পর্যবেক্ষণই আমার অভিনয়ের আনন্দ।’
পরিচালনায় আসা প্রসঙ্গে রানি বলেন, ‘সব কিছুরই একটা সময় আছে।


আমি সব সময়ে বলি, এই পেশায় কখনো কোনো ক্ষেত্রেই না বলো না। আপনি কখনোই নিশ্চিতভাবে না বলতে পারেন না।’ 
আপাতত পরিচালনার কোনো পরিকল্পনা নেই তার। তিনি দাবি করেন, ‘এখন আপাতত না-ই বলব। আমি যে রকম মানুষ, তাতে আমি নিজেই বুঝব, কখন পরিচালনার জন্য আমি প্রস্তুত, বা সেই সময়টা কখন আসবে।


এখনই সেই সময় আসেনি। আমি একজন অভিনেতা হিসেবে খুবই খুশি।’

এই বিভাগের আরো খবর