ব্রেকিং:
জাকসু নির্বাচনের ফলাফল পেতে ১২ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম।

শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৯

একুশে বইমেলায় প্যাভিলিয়ন বাতিল সহ ৪ দফা দাবি প্রকাশকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪  

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্যাভিলিয়ন প্রথা বাতিল সহ চার দফা দাবিতে বাংলা একাডেমিতে প্রতিবাদ সভা ও মহা পরিচালক ড. মোহাম্মদ আজমকে স্মারকলিপি প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে সৃজনশীল প্রকাশকদের প্রতিনিধিত্বকারী তিনটি সংগঠনের পক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠন তিনটি হচ্ছে বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি, বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি, জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ।

 

দাবিগুলো হচ্ছে: স্টল ভাড়া ৫০ভাগ কমানো, ফ্যাসিস্ট সরকারের দোসর ও লুণ্ঠনকারী প্রকাশকদের মেলায় প্যাভিলিয়ন না দেয়া ও বইমেলা পরিচালনা কমিটিতে প্রকাশক প্রতিনিধি বৃদ্ধি করা।

 

তার আগে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারত হলের সামনে প্রতিবাদ সমাবেশে তিন সংগঠনের নেতৃবৃন্দের পক্ষে বক্তৃতা করেন সাঈদ বারী, ইকবাল হোসেন সানু, মোঃ গফুর হোসেন, আবু বকর সিদ্দিক রাজু, শরিফুল শাহজী ও দেলোয়ার হাসান।

 

বাংলা একাডেমির মহাপরিচালক তিন সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য শুনেন। তিনি বলেন, প্রকাশক প্রতিনিধিদের এবং মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের ন্যায়সঙ্গত সবগুলো দাবি বাংলা একাডেমি আন্তরিকতার সাথে বাস্তবায়নের চেষ্টা করবে। তিনি উল্লেখিত ৪দফা দাবী মেনে নেয়ার আশ্বাস দেন। এ সময় একাডেমির সচিব ও বইমেলার সদস্য সচিব মোহাম্মদ নায়েব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

প্রকাশকদের চার দফা দাবিতে তিনটি সংগঠনের পক্ষ থেকে আগামী ১৪ ডিসেম্বর, শনিবার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।

এই বিভাগের আরো খবর