বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

এআই ট্রেন্ডে আবেগঘন বার্তা দিয়ে ভক্তদের হৃদয় ছুঁলেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫  

ডিজিটাল যুগে সবচেয়ে আলোচিত বিষয় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আর নতুন এআই ট্রেন্ড ব্যবহারকারীদের সুযোগ দিচ্ছে শৈশবের ছবি ও বর্তমানের ছবি মিলিয়ে এক আবেগঘন দৃশ্য তৈরি করার।

শৈশবের ছবিতে আবেগঘন আলিয়া ভাট

এই ট্রেন্ডে এবার যুক্ত হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি তিনি গুগল জেমিনির নতুন এআই ট্রেন্ডে নিজের শৈশবের ছবি বর্তমানের ছবির সঙ্গে মিলিয়ে প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, বর্তমানের আলিয়া ছোটবেলার আলিয়াকে ভালোবাসায় জড়িয়ে ধরেছেন।

ফ্যান পেজ থেকে ছবিটি প্রথমে শেয়ার করা হয়। সেখানে ক্যাপশনে লেখা ছিল— “আমার ছোটবেলার আলিয়া এখনকার আমিকে নিয়ে ভীষণ গর্বিত হতো।”

ইনস্টাগ্রামে আলিয়ার প্রতিক্রিয়া

ছবিটি এতটাই আবেগঘন ছিল যে আলিয়া ভাট নিজেও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। তিনি লিখেছেন—
“কখনো কখনো আমাদের শুধু আট বছরের ভেতরের শিশুটিকে জড়িয়ে ধরা দরকার।”

ছবিটির ব্যাকগ্রাউন্ডে বাজানো হয় টেইলর সুইফটের জনপ্রিয় গান “The Way I Loved You”, যা ভক্তদের মধ্যে আরও বেশি নস্টালজিয়া তৈরি করে।

গুগল জেমিনির বিশেষ টুল

উল্লেখ্য, গুগল জেমিনির এই ট্রেন্ডে ব্যবহৃত হয়েছে Nano Banana নামের এআই ইমেজ জেনারেশন টুল। এটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই অতীত ও বর্তমানের ছবি মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করতে সক্ষম।

এই বিভাগের আরো খবর