ব্রেকিং:
জাকসু নির্বাচনের মঞ্চেই নিভে গেল তরুণ শিক্ষিকার আলো শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৪

ইউনিসেফের দূত মিরাজ

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯  

বাংলাদেশ জাতীয় দলের তরুণ ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ নতুন এক ভুমিকায় নামছেন। জাতিসংঘের অন্যতম প্রতিষ্ঠান ইউনিসেফের সঙ্গে একযোগে বাংলাদেশে শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন মিরাজ। বুধবার বিকালে বিসিবি কার্যালয়ে এই উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ক্রিকেটার মেহেদি হাসান মিরাজকে আনুষ্ঠানিকভাবে ‘ইউনিসেফ চাইল্ড রাইটস অ্যাডভোকেট’ হিসেবে ঘোষণা করা হয়।

এই সংবাদ সম্মেলনে মেহেদি হাসান মিরাজসহ বিসিবি ও ইউনিসেফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেহেদি হাসান মিরাজ এখন ইউনিসেফের সঙ্গে একযোগে শিশুদের অধিকার প্রতিষ্ঠা ছাড়াও শিশুর পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, পানি, পয়ঃনিস্কাশন ও স্বাস্থ্যবিধি এবং শিশু সুরক্ষা নিয়ে কাজ করবেন। জাতিসংঘের এই প্রতিষ্ঠানের শুভেচ্ছা দুত হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও কাজ করছেন।

সংবাদ সম্মেলনে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডোওয়ার্ড বেগবেদার জানান-‘এটা খুবই আনন্দের খবর যে মেহেদি হাসান মিরাজ আমাদের সঙ্গে শিশু অধিকার ও শিশুদের সুরক্ষা বিষয়ে একসঙ্গে কাজ করতে সদয়ভাবে সম্মত হয়েছেন। বাংলাদেশের মেহেদি হাসান মিরাজের বিপুল পরিমান সমর্থক ও ভক্ত আছে। আমি নিশ্চিত সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় মেহেদি হাসান মিরাজ সমাজের বিভিন্ন স্তরে অনেক বড় অবদান রাখতে সমর্থ হবেন।’

অনুষ্ঠানে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন-‘বিসিবির পক্ষ থেকে আমরা সবসময় সামাজিক বিষয়গুলোতে ক্রিকেটারদের জড়িত থাকার ব্যাপারে উৎসাহ-উদ্দীপনা দিয়ে আসছি। আশা করছি উদীয়মান ক্রিকেট আইকন হিসেবে মেহেদি হাসান মিরাজও বাংলাদেশে শিশুদের জীবন যাত্রার মান উন্নয়নে বড় এবং কার্যকর ভুমিকা রাখতে সক্ষম হবেন।’

এই বিভাগের আরো খবর