রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৮

আমি স্বপরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছি: স্বতন্ত্র প্রার্থী সাইফুল

মোঃ সজিব হোসেন

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৪  

‘আমাকে ও আমার স্ত্রী-সন্তানকে প্রচারণাকালে একাধিকবার অবরুদ্ধ করা হয়েছে। আমার প্রচারণায় হামলা হয়েছে। আমার পোস্টারে আগুন দেওয়া হয়েছে। আমি এখন খোলামেলা প্রচারণা করতে পারছি না। আমি সপরিবারে নিরাপত্তাহীনতায়। আমি নিরাপত্তা চাই।’

মঙ্গলবার বেলা দেড়টায় টঙ্গীর মিলগেট এলাকায় হামিম গ্রুপের শ্রমিকদের মাঝে প্রচারণা শেষে প্রেস ব্রিফিং করে গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
 
সাইফুল ইসলাম বলেন, আমাকে চেরাগআলী ও এরশাদনগরে অবরুদ্ধ করা হয়েছে। আমার স্ত্রী-সন্তান প্রচারণা করতে পারছে না। যেখানেই যাচ্ছে অবরুদ্ধ করা হচ্ছে। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সমতল মাঠ দরকার। এ সময় তিনি সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহবান জানিয়ে তার পরিবার ও কর্মী-সমর্থকদের নিরাপত্তা দাবি করেন।

এই বিভাগের আরো খবর