শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪০

আমি এই মুহূর্তে মানসিকভাবে বিধ্বস্ত: প্রভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩  

শোবিজ থেকে নিজেকে প্রায় গুটিয়ে নিয়েছেন সাদিয়া জাহান প্রভা। একটা সময় তার দারুণ ব্যস্ততা ছিলো নাটক পাড়ায়। নিয়মিত কাজে নিজে যেমন মুখর থাকতেন, মাতিয়ে রাখতেন ভক্তদের। তবে নানা কারণে সেই পথ আর মসৃণ থাকেনি।

prova 3

অনেকদিন ধরেই নাটকে অনিয়মিত প্রভা। এখন তিনি নিজেকে আর পরিবারকে নিয়েই ডুবে আছেন। ঘুরে বেড়ান দেশ-বিদেশে। আর সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন প্রিয় মুহূর্তগুলো। কিন্তু শুক্রবার (১০ ফেব্রুয়ারি) প্রভার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাওয়া গেলো একটি ব্যতিক্রম পোস্ট। যেখানে অভিনেত্রী জানিয়েছেন, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার এই মানসিক যন্ত্রণার কারণ ভুয়া টিকটক অ্যাকাউন্ট। প্রভার দাবি, টিকটকে তিন কোনও অ্যাকাউন্ট পরিচালনা করেন না। যতগুলো প্রোফাইল রয়েছে, সবগুলো ভুয়া। তাই এগুলো মুছে দেওয়ার জন্য সবার সহযোগিতাও চাইলেন তিনি।

prova in
একটি ভুয়া অ্যাকাউন্টের স্ক্রিনশট পোস্ট করে প্রভা বলেছেন, ‘আমি আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইবো। টিকটক প্লাটফর্মে আমার কোনও আইডি নাই। ইতোমধ্যে যারা যারা ভেবেছেন যে, এটা আমার বা আমার নাম করে যে সকল টিকটক আইডি আপনারা ফলো দিয়ে রেখেছেন, সেগুলো কোনোটাই আমার না। তাই আপনারা যদি সত্যিকারে আমার ভালো চান, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই আইডিগুলোতে রিপোর্ট করে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সাহায্য করবেন।’প্রভার ভাষ্য, ‘এটা আমার জন্য অনেক বড় ট্রমা। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। কারণ যে মানুষগুলো এই আইডিগুলো ব্যবহার করছে, তাদের কোনও সৎ উদ্দেশ্য নেই। বরং এদের অসৎ উদ্দেশ্য। এরা খুব দৃষ্টিকটুভাবে আমাকে দেখানোর চেষ্টা করে। যেটা আমার উদ্দেশ্য নয়। 444

আপনারা আমাকে সাহায্য করুন, আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। আমার উদ্দেশ্য কখনোই এত দৃষ্টিকটু হয়ে আপনাদের কাছে নিজেকে প্রদর্শন করা না। আশা করি আপনারা আমার এই অনুরোধটা রাখবেন, এই আইডিগুলো বন্ধ করার ব্যবস্থা করবেন।’ প্রভার এই পোস্টে অনেকেই তাকে বিষয়টি সমাধানের জন্য পরামর্শ দিয়েছেন। প্রভাও তাদের মন্তব্যে সাড়া দিয়ে বোঝার চেষ্টা করছেন পন্থাগুলো।

এদিকে কিছুদিন ধরে থাইল্যান্ডে ভ্রমণ করছেন প্রভা। ইনস্টাগ্রামে সেখানে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার দিচ্ছেন অভিনেত্রী। এর আগে গেলো বছরের শেষ দিকে তিনি নেপাল থেকে ঘুরে এসেছিলেন।

এই বিভাগের আরো খবর