রোববার   ১৯ অক্টোবর ২০২৫   কার্তিক ৪ ১৪৩২   ২৬ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০

আমার জীবনের টানাপড়েন, বিচ্ছেদ সবই খোলা বইয়ের মতো: সামান্থা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫  

গ্ল্যামার দুনিয়ার ঝলমলে আলোয় থেকেও নিজেকে বাস্তব ও নির্ভেজাল রাখা সহজ নয়— এমন মন্তব্য করেছেন দক্ষিণী তারকা **সামান্থা রুথ প্রভু**। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলামেলাভাবে কথা বলেছেন নিজের সম্পর্ক, বিচ্ছেদ, অসুস্থতা ও জীবনের নানা টানাপোড়েন নিয়ে।

সামান্থা বলেন, “সব কিছু নিখুঁত নয়। জীবনে অনেক কিছু এখনো গুলিয়ে আছে, কিন্তু আমি অন্তত সে বিষয়ে খোলামেলা কথা বলতে পারি। আমি নিখুঁত নই; ভুল করতে পারি, হোঁচট খেতে পারি, কিন্তু আমি চেষ্টা করছি আরও ভালো হতে।”

অভিনেত্রী জানান, তার জীবনের প্রতিটি অধ্যায়ই যেন খোলা বইয়ের মতো— বিচ্ছেদ, অসুস্থতা কিংবা মানসিক সংগ্রাম, সবই তিনি সাহসের সঙ্গে স্বীকার করেছেন। নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদ, ‘মায়োসাইটিস’ নামের অটো ইমিউন রোগে ভোগা— এসবই তাকে বদলে দিয়েছে।

“আমার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, বিচ্ছেদ, অসুস্থতা— সবই ছিল প্রকাশ্যে। এজন্য আমাকে অনেক সময় ট্রল হতে হয়েছে, বিচার সহ্য করতে হয়েছে। কিন্তু আমি মনে করি, এসব দুর্বলতা নয়; সমস্যা হলে একদিন সেটার সমাধান হবেই,” বলেন সামান্থা।

সাফল্যের সংজ্ঞা নিয়েও নিজের ভাবনা তুলে ধরেন তিনি। “আমি উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে উদ্দেশ্য থাকা জরুরি। শুধু খ্যাতির পেছনে ছুটলে তা শূন্য হয়ে যায়,” মন্তব্য করেন অভিনেত্রী।

নিজের শিকড়ের কথাও স্মরণ করেন সামান্থা— “আমি খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছি। তখন টেবিলে খাবার তুলতেও কষ্ট হতো। পরে নাম, খ্যাতি, অর্থ সব পেয়েছি। কিন্তু সেই সব কিছুই একসময় বিভ্রান্ত করেছিল। মূল্যবোধের সঙ্গে আপস করিনি, তাই এখনো টিকে আছি।”

সাক্ষাৎকারে তিনি তরুণ প্রজন্মকেও পরামর্শ দেন— সঠিক মেন্টর বা পথপ্রদর্শক বেছে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ভুল পথপ্রদর্শক পুরো জীবন ঘুরিয়ে দিতে পারে।”
 

এই বিভাগের আরো খবর