মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৫ ১৪৩২   ১৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১

আঞ্চলিক তারকা থেকে ভারতজুড়ে পরিচিতি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫  

চলতি বছর ভারতের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র ‘কানতারা: আ লিজেন্ড চ্যাপটার ১’-এর নায়িকা রুক্মিণী বসন্ত বর্তমানে আন্তর্জাতিক আলোচনায় এসেছেন। ছবিটি প্রেক্ষাগৃহে ৯০০ কোটি রুপির বেশি আয় করেছে। এই ছবিতে ঋষভ শেঠির সঙ্গে রাজকন্যা কঙ্কাবতী চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। সম্প্রতি তিনি আইএমডিবির জনপ্রিয় ভারতীয় তারকার তালিকায় স্থান পেয়েছেন।

 

 

কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি কন্নড়ভাষী পরিবারে রুক্মিণী বসন্তের জন্ম। মূলত কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেই তিনি জনপ্রিয়তা পান। তবে ২০২৩ সালের এই চলচ্চিত্র তাঁকে সারা ভারতে পরিচিতি দিয়েছে।

 

 

‘কানতারা: আ লেজেন্ড চ্যাপটার ১’-এর অংশ হতে পেরে রুক্মিণী উচ্ছ্বসিত। তিনি জানান, ঋষভ শেঠি যখন তাঁকে এই ছবির প্রস্তাব দেন, তখন তা স্বপ্নের মতো মনে হয়েছিল। চরিত্রটি বড় এবং কাহিনিতে এর গুরুত্ব অনেক। যদিও শুরুতে কিছুটা ভীত ছিলেন, তবে ঋষভ স্যারের ভরসা তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল।

 

রাজকন্যা কঙ্কাবতীর চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে। রুক্মিণী বলেন,

 

“এমন একটা ছবিতে কাজ করার সময় করাবলি সংস্কৃতির মধ্যে পুরোপুরি নিমজ্জিত হওয়াটা জরুরি। কারণ, কানতারা শুধু কাহিনি নয়, করাবলি অঞ্চলের পরম্পরা ও বিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িত। আমার চরিত্রের কারণে ভূতপ্রেত ও দেব–দেবীর পূজা সম্পর্কে বিশদভাবে জানতে হয়েছে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, শারীরিক ভাষা আয়ত্ত করা।”

 

 

‘কানতারা’র সাফল্যের পর এর সিকুয়েলে অভিনয়ের বাড়তি চাপ ছিল কিনা, এমন প্রশ্নের উত্তরে রুক্মিণী বলেন, প্রথম ছবি সফল হলে দ্বিতীয় ভাগে দায়িত্ব বেড়ে যায়।

 

“চাপ অনেক সময় আমাদের আটকে দেয়, কিন্তু দায়িত্ব সব সময় প্রেরণা জোগায়। এই ছবির টিম দায়িত্বকে প্রেরণায় পরিণত করেছে। তাই কাজকে কখনোই বোঝা মনে হয়নি।”

তিনি জানান, প্রতিটি চরিত্রকে তিনি নতুন এক যাত্রা ও চ্যালেঞ্জ হিসেবে দেখেন। এই ভ্রমণের মাধ্যমে তিনি তাঁর শক্তি ও দুর্বলতা চিনে নিজেকে ক্রমাগত উন্নত করে চলেছেন।

ব্যক্তিগত রুটিন

 

অভিনেত্রী তাঁর প্রতিদিনের রুটিনে কোনো কঠোর নিয়ম না থাকার কথা জানান। শুটিংয়ের ফাঁকে স্কেচ করা, শৈশবের কমিকস ঘাঁটা, মুখস্থ ছবি বারবার দেখা বা পছন্দের গান শোনা—এসব ছোট অভ্যাসই তাঁকে স্থির রাখে। মজার সিনেমা হিসেবে তিনি বারবার দেখেন ‘ওম শান্তি ওম’।

 

  • (বিনোদনমূলক সংবাদ হওয়ায় এখানে কর্তৃপক্ষ বা প্রশাসনের কোনো পদক্ষেপ নেই।)

 

রুক্মিণী বসন্ত এখন দক্ষিণ ভারতীয় সিনেমার দুনিয়ায় পরিচিত মুখ হলেও, ‘কানতারা’র সাফল্যের কারণে আন্তর্জাতিক পরিসরেও তাঁকে নিয়ে আলোচনা চলছে। তিনি বর্তমানে আইএমডিবির জনপ্রিয় ভারতীয় তারকার তালিকায় অন্তর্ভুক্ত। তাঁর পরবর্তী ছবি ‘টক্সিক’ মুক্তি পেতে চলেছে।

 

  •  
  • সামাজিক প্রভাব: রুক্মিণী বসন্তের এই অভূতপূর্ব উত্থান আঞ্চলিক চলচ্চিত্র শিল্প থেকে মূলধারার ভারতীয় সিনেমায় প্রবেশের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে কাজ করবে। একজন তারকা হিসেবে তিনি দায়বদ্ধতাকে প্রেরণা হিসেবে দেখার যে মনোভাব দেখিয়েছেন, তা তরুণ প্রজন্মের জন্য একটি ইতিবাচক বার্তা।

  • সাংস্কৃতিক প্রভাব: 'কানতারা' এবং রুক্মিণী বসন্তের প্রস্তুতি করাবলি অঞ্চলের পরম্পরা ও বিশ্বাসকে আন্তর্জাতিক দর্শকদের কাছে তুলে ধরেছে, যা আঞ্চলিক সংস্কৃতির গুরুত্ব বাড়িয়েছে।

এই বিভাগের আরো খবর